s alam cement
আক্রান্ত
৫৭৩৭০
সুস্থ
৪৮৩৭৪
মৃত্যু
৬৭৪

সুন্দরবন কুরিয়ারে এলো ৩৯ লাখ টাকার অবৈধ জর্দা

জব্দ করলো কাস্টমস, ভ্যাট ফাঁকির চেষ্টা

0

চট্টগ্রামের হালিশহর এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা) লিমিটেড থেকে ৩৯ লাখ টাকার জর্দা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

ভ্যাট কমিশনারেট কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুন্দরবন কুরিয়ার সার্ভিস হালিশহর শাখায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরুপ অবৈধ এসব জর্দা জব্দ করা হয়।

আটককৃত জর্দার উপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্কের পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা। ভ্যাট, সম্পূরক শুল্কসহ আটককৃত জর্দার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা।

এ ব্যাপারে চট্টগ্রাম ভ্যাট কমিশনার আকবর হোসেন বলেন, প্রাথমিকভাবে অনুসন্ধানে দেখা গেছে মেসার্স নুরানী জর্দা ফ্যাক্টরি ময়মনসিংহ থেকে জর্দাগুলো প্রেরণ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে ৪০ কার্টন জর্দা প্রেরণ করা হয়। যার কোন ভ্যাটের কাগজপত্র নেই।

ধারণা করা হচ্ছে, অবৈধ তামাকজাত পণ্যের নিয়ন্ত্রণে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট হতে বেশ কিছু অভিযান ও ব্যবস্থা গ্রহণের কারণে ভ্যাট ফাঁকির জন্য কতিপয় অসাধু ব্যক্তি কুরিয়ার সার্ভিসকে বেছে নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এএস/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm