s alam cement
আক্রান্ত
৯৮৭২৪
সুস্থ
৬৮৯৩৯
মৃত্যু
১২১১

সেন্টমার্টিনে নতুন ধরনের ৩ মাছের খোঁজ মিলল

0

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পাওয়া গেল সম্পূর্ণ নতুন তিন প্রজাতির মাছ। সমুদ্রপৃষ্ঠের তিন থেকে চার মিটার গভীরে থাকা এই মাছগুলোর নাম দেওয়া হয়েছে— ‘দুইধা’, ‘দাগী দুইধা’ ও ‘দুই দাগী দুইধা’। ইতিমধ্যে সমুদ্র জলসীমায় থাকা মাছের তালিকায় যুক্ত করা হয়েছে এই নতুন প্রজাতিগুলো।

বাংলাদেশের সমুদ্র জলসীমায় মাছের প্রজাতি ও সংরক্ষণ পরিস্থিতি নিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের করা এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণা প্রতিবেদনটি গত ২৩ আগস্ট আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব ইকথায়লোজিতে প্রকাশিত হয়েছে।

সমুদ্রপৃষ্ঠের তিন থেকে চার মিটার গভীরে থাকা ‘দুইধা’, ‘দাগী দুইধা’ ও ‘দুই দাগী দুইধা’ নামের মাছগুলোর জীববৈচিত্র্য নিরূপণে ব্যবহার করা হয়েছে ডিএনএ বারকোডিং পদ্ধতি। কারণ জীবনচক্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাহ্যিক বৈশিষ্ট্যে ভিন্নতা তৈরির কারণে এ পদ্ধতিতে মাছ শনাক্ত করা বেশ জটিল। তারপর আন্তর্জাতিক জিন ব্যাংকের তথ্যের সঙ্গে তুলনা করে নতুন প্রজাতিগুলো শনাক্ত করা হয়েছে।

মাছ তিনটি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় পাওয়া গেলেও এই প্রথম উত্তর বঙ্গোপসাগরে এর উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। সাধারণত প্রবাল প্রাচীরে মাছগুলো বাস করে। এ কারণে মাছগুলো পাওয়াও গেছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সংলগ্ন জলসীমায়।

নতুন পাওয়া মাছগুলোর মধ্যে ‘দুইধা মাছের’ চোখ বড় এবং পাখনা স্বচ্ছ ও হালকা গোলাপি রঙের। শরীরজুড়ে রয়েছে চারটি কালো রেখা, যার নিচের দুটি রেখা প্রশস্ত এবং ওপরের দুটি পাতলা।

অন্যদিকে ‘দুই দাগী দুইধা’ প্রজাতির মাছগুলো হালকা বাদামি থেকে কালো-বাদামি রঙের হয়। এর শরীরে লম্বা দাগ বা ডোরা প্রায় কালো থাকে। সাধারণত এদের গালে একটি রেখা এবং শরীরে দুটি দাগ থাকে। এ ছাড়াও ‘দাগী দুইধা’ নামের মাছটির পায়ু পাখনা এবং দ্বিতীয় পৃষ্ঠীয় পাখনার ওপর একটি অস্পষ্ট কালো দাগ লক্ষ্য করা যায়। এর শরীর অপেক্ষাকৃত গভীর এবং মাথা অবতল আকৃতির।

Din Mohammed Convention Hall

নতুন প্রজাতির মাছ নিয়ে গবেষকদলের নেতৃত্বে ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক কাজী আহসান হাবীব। সহকারী হিসেবে ছিলেন গবেষক জায়িদুল ইসলাম, নাজমুন নাহার, অমিত কুমার নিয়োগী। আর গবেষণায় সহযোগিতা করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষক টি এইচ ফ্রেশার।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm