s alam cement
আক্রান্ত
১০১৭৮৪
সুস্থ
৮৬৮০১
মৃত্যু
১৩০১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন লোহাগাড়ার লোক

0

সৌদি আরবের মক্কা-জেদ্দা সড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আবদুল আজিজ নামের চট্টগ্রামের লোহাগাড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২ টায় তিনি মারা যান।

নিহত আবদুল আজিজ (৫০) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও রাজঘাটা গোলাম নবী হাজির পাড়া এলাকার মৃত আবদুল মজিদ মেম্বারের ছোট ভাই।

পারিবারিক সুত্রে জানা যায়, নিহত আবদুল আজিজ গত ২৩ সেপ্টেম্বর সৌদি আরবের মক্কা-জেদ্দা সড়কের জায়দি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৪ দিন আইসিইউতে থাকার পর ৬ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১২ টায় মক্কা আল নূর হাসপাতালে মৃত্যু হয় তার।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইউনুছ জানান, ‘আবদুল আজিজ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে পরিবারের লোকজনের কাছে শুনলাম তিনি আজ (বুধবার) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm