চট্টগ্রামের স্টেশন রোডে চলন্ত বাস থেকে এক নারীর চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী ওই নারী যাত্রীর নাম শেফায়েতুন নেছা সোমা। তিনি একজন আইনজীবী বলে জানা গেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্টেশন রোডের ফলমন্ডির সামনে ৬ নম্বর রুটের একটি বাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কোর্টে যাওয়ার জন্য টাইগারপাস থেকে ৬ নম্বর রুটের বাসে ওঠেন আইনজীবী শেফায়েতুন নেছা সোমা। এর কিছু সময় পর ফলমন্ডি এলাকা থেকে ৬-৭ জন লোক বাসে ওঠে এবং ভুক্তভোগীর সামনে ভিড় করে দাঁড়ায়। এর মধ্যেই ভুক্তভোগীর গলা থেকে স্বর্ণের চেইন টান মেরে বাস থেকে নেমে দৌঁড় দেয় ছিনতাইকারী।
এ ঘটনায় ৬ নম্বর রুটের গাড়িসহ চালক ও সহকারীকে লালদীঘি থেকে আটক করে পুলিশ। তবে এ ঘটনায় ভুক্তভোগী লিখিত কোনো অভিযোগ দেননি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, সকালে বাসের একজন নারী আইনজীবীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে এমন অভিযোগ পাওয়া গেছে। কিন্তু এ বিষয়ে ভুক্তভোগী এখনও পর্যন্ত কোনো মামলা করেননি। মামলা করলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।
তিনি বলেন, তবে ৬ নম্বর রুটের বাসচালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বাসটিও জব্দ করার হয়েছে।
আরএ/ডিজে