আইএসও স্বীকৃতি উদযাপন করলো পার্কভিউ হাসপাতাল

চট্টগ্রামের প্রথম ল্যাব সম্বলিত হাসপাতাল হিসেবে স্বীকৃতি পেয়েছে নগরীর পার্কভিউ হসপিটাল লিমিটেড। এজন্য প্রতিষ্ঠানটিকে আইএসও ১৫১৮৯:২০১২ অ্যাক্রেডিটেশন সনদ দেওয়া হয়েছে। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি স্বীকৃতি প্রদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো–অপারেশনের (আইএলএসি) অধীনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক অনুমোদিত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) পার্কভিউ কনফারেন্স হলে আইএসও স্বীকৃতি উদযাপন করা হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম. রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক ও পার্কভিউ হসপিটালের ডিরেক্টর আমেনা শাহীন।

হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ল্যাব ডিরেক্টর ডা. মাহাবুবুর রহমান চৌধুরী, রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহেদ আহমেদ, বায়োকেমিস্ট্রি কনসালট্যান্ট অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস, বায়োকেমিস্ট্রি কনসালট্যান্ট ডা. শাকিল আহমেদ, অনকোলজি বিশেষজ্ঞ ডা. শেফাতুজ্জাহান, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রোকসানা আহমেদ, বায়োকেমিস্ট্রি কনসালট্যান্ট ও কোয়ালিটি ম্যানেজার ডা. প্রসূন বড়ুয়া, পার্কভিউ হাসপাতালের মহাব্যবস্থাপক তালুকদার জিয়াউর রহমান শরীফ, ল্যাবের হেড অব অপারেশন নাঈমুর রহমান, মাকেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম ও অন্যান্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ।
বাংলাদেশে এ পর্যন্ত মাত্র ৮টি মেডিকেল ল্যাবরেটরি আইএসও ১৫১৮৯:২০১২ অ্যাক্রেডিটেশন পেয়েছে। যার মধ্যে পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অন্যতম। এই স্বীকৃতি অর্জনের জন্য পার্কভিউ হসপিটাল আন্তর্জাতিক মেডিকেল ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড (আইএসও–১৫১৮৯:২০১২)-এর সকল গাইডলাইন ও নির্দেশনা অনুসরণ করে দীর্ঘ ৭ বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছে।

এই অর্জনের ফলে পার্কভিউর মেডিকেল ল্যাবরেটরির রিপোর্ট আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত হবে এবং রোগ নির্ণয়ে আরও নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে বলে জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm