হত্যা ও ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার চট্টগ্রামে

চট্টগ্রামে র‍্যাবের পৃথক অভিযানে হত্যা, ধর্ষণ ও দস্যুতা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) রাতে বাকলিয়া, বন্দর, সীতাকুণ্ড এবং ফেনীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন—বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে মো. রহিম (৩৯), সীতাকুণ্ড থানার গুলিয়াখালী এলাকার মো. শাহাজাহানের ছেলে মো. হাসান (২৫), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সনমান্দি এলাকার মো. সুমন আলীর ছেলে মো. শাহ জালাল (২৯) ও বাগেরহাট জেলার বারইখালী এলাকার মো. সামসুর রহমার হাওলাদারের ছেলে মো. তাওহিদুল ইসলাম (২৩)।

র‌্যাব জানায়, নগরীর বাকলিয়া, বন্দর, জেলার সীতাকুণ্ড এবং ফেনী এলাকায় অভিযান চালিয়ে বাকলিয়া থানার সাকিব হত্যা মামলার আসামি মো. রাহিম, সীতাকুণ্ড থানার ধর্ষণ মামলার আসামি মো. হাসান, নারায়ণগঞ্জ জেলার দস্যুতা মামলার আসামি শাহ জালাল এবং ধর্ষণ মামলার আসামি মো. তাওহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm