জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হযরত শাহ হোসাইনুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোক সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) স্কুল মিলনায়তনে এই শোক সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলেয়া বেগমের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য কলামিস্ট চৌধুরী মাহবুব, সৈয়দ মো. বয়ান, সৈয়দা মায়মনা খাতুন মুন্নি, শিক্ষিকা পারভিন আকতার, সালমা বেগম, জিন্নাত, আরাজুলিয়া সুলতানা প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধু একই সুতোয় গাঁথা। তিনি না হলে এদেশ কখনো স্বাধীন হতো না।
সভায় ১৫ আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি দোয়া কামনা করে মিলাদ পাঠ করা হয়।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।