চট্টগ্রামের হাটহাজারীতে আমান বাজারে পরিবর্তন সংগঠনের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।
শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এসে রেবতী মহাজন বাড়িতে প্রথম বারের মতো আয়োজিত দুর্গাপূজাটি তিনি পরিদর্শন করেন।
এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম পরিবর্তন সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, দেশবাসী, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ আমরা সবাই যুক্ত হয়ে দুর্গাপূজাকে জাতীয় উৎসবের মতো করে উদযাপন করলাম। আমরা আশা করছি, ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, পরিবর্তন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক এবং চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি আয়ান শর্মা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শ্যামল পালিত, চট্টগ্রাম এডিটরস ক্লাবের সহ সভাপতি ও পূর্ববাংলার সম্পাদক এম আলী হোসেন, চট্টগ্রাম এডিটর ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশজনতার বাণী সম্পাদক মো. জিয়াউল হক, ডেইলি কর্মাশিয়াল টাইমস সম্পাদক বাবু সুজিত দাশ, দৈনিক আলোকিত চট্টগ্রাম ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ আকবরী, দৈনিক সকালের চট্টগ্রাম সম্পাদক মাহাতাব উদ্দিন চৌধুরী, ইজতিহাদ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, বায়েজিদ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল দেওয়ানজী, ইঞ্জিনিয়ার মো. নাজিমুল হাসান, পরিবর্তন সংগঠনের সভাপতি সুনীল শীল, সাধারণ সম্পাদক উজ্জ্বল শীলসহ সংগঠনের সদস্যরা।