হালদায় নৌ পুলিশের অভিযান, সাড়ে ৪ হাজার মিটার অবৈধ জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার সময় ৪ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করেছে চট্টগ্রাম নৌ পুলিশের সদস্যরা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চল অভিযান চালিয়ে কালুরঘাট সেতুর পূর্বদিকে হালদা নদীর মোহনা থেকে এসব জাল জব্দ করব।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, ‘হালদা নদীর মোহনা থেকে অবৈধভাবে পাতানো অবস্থায় ৪ হাজার ৫০০ মিটার সুতার জাল উদ্ধার করে প্রচলিত বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।’

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজে প্রাকৃতিক মৎস্য প্রজননের সুরক্ষার জন্য নৌ পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও সদরঘাট নৌ থানার পুলিশের সদস্যরা অংশ নেয়।

Yakub Group

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm