s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

১ ঘণ্টায় ৭ লাখ টাকার কোরাল ধরা পড়লো জেলের জালে

0

মাত্র ১ ঘণ্টা সময়ের মধ্যে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে টানা জাল ফেলার এক ঘণ্টা পর স্থানীয় এক জেলের জালে ৩০ মণ লাল কোরাল মাছ ধরা পড়েছে। মাছগুলো ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) বিকেলে মাছভর্তি নৌকা নিয়ে সেন্ট মার্টিনের ডেইলপাড়া ঘাটে ভিড়লে স্থানীয় লোকজন ভিড় করেন। এর আগে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের উত্তরে জেলে আবদুর রশিদের নেতৃত্বে ১৬ জন মাঝিমাল্লা মাছ ধরতে গেলে জালে মাছগুলো ধরা পড়ে। মাছগুলো ৭ লাখ টাকায় কিনে নেন ব্যবসায়ী মুফিজ আলম।

আবদুর রশিদ বলেন, বুধবার বিকেলে তার নেতৃত্বে ১৬ জন মাঝিমাল্লা সেন্ট মার্টিনের অদূরে উত্তর বঙ্গোপসাগরে প্রতিদিনের ন্যায় মাছ ধরার জন্য জাল ফেলেন। এক ঘণ্টা পর জাল টেনে তুলতে গিয়ে দেখা যায় অনেক লাল কোরাল মাছ ধরা পড়েছে। মাছগুলো ৩০ মণ হতে পারে। সেখানে ২০৩টি মাছ রয়েছে।

মাছ ব্যবসায়ী মুফিজ আলম জানান, স্থানীয় এক জেলের জালে ধরা পড়া ২০৩টি কোরাল মাছ ৭ লাখ টাকা দিয়ে কিনেছি। সেখানে ৩০ মণ মাছ হতে পারে।

জানতে চাইলে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সেন্ট মার্টিন দ্বীপে স্থানীয় এক জেলের জালে অনেক লাল কোরাল ধরে পড়েছে। মাছগুলো ৭ লাখ টাকায় বিক্রি হওয়ার খবর পেয়েছি।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm