২৬১ বস্তা মজুদ চিনি বিক্রির জন্য উন্মুক্ত করল ভোক্তা অধিকার

বেশি দামে চিনি বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে দুই দোকানে মজুদ করা ২৬১ বস্তা চিনি ক্রেতার কাছে বিক্রির জন্য উন্মুক্ত করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এছাড়া একই অভিযানে মূল্য তালিকা না টাঙানো এবং বেশি দামে চিনি বিক্রি করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, পাহাড়তলীর ফারুক ট্রেডিংকে ৫০ হাজার টাকা ও বঙ্গ ট্রেডিংকে ৩০ হাজার জরিমানা করেছে ভোক্তা অধিকার।

বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

Yakub Group

নাসরিন আক্তার জানান, চিনির মূল্য তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে চিনি বিক্রির অপরাধে ফারুক ট্রেডিংকে ৫০ হাজার টাকা ও বঙ্গ ট্রেডিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া আরও কয়েকটি দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার। এ সময় পাহাড়তলীতে একটি দোকানে ১৮১ বস্তা ও আরেকটি দোকানে ৮০ বস্তা চিনি মজুদ অবস্থায় দেখা যায়। পরে পাহাড়তলী বাজারের সভাপতির নেতৃত্বে মজুদ করা চিনি বিক্রির জন্য সকলের মাঝে উন্মুক্ত দেন নাসরীন আক্তার।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm