চট্টলা এক্সপ্রেস ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে যাত্রী

চট্টগ্রাম থেমে ঢাকাগামী ট্রেন চট্টলা এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক যাত্রী।

রোববার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩৫ বছর।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনের এক যাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার বিষয়টি ট্রেনের গার্ড এটেন্ডেন্টের নজরে এলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সকাল ১১টায় লাকসাম স্টেশন জিআরপি থানার কাছে তাকে হস্তান্তর করা হয়।

লাকসাম স্টেশন মাস্টার সাহাব উদ্দিন বলেন, ‘অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য জিআরপি থানা পুলিশ নিয়ে যায়। অচেতন থাকায় তার পরিচয় শনাক্ত করা যায়নি।’

Yakub Group

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm