s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

২৭ মাস পর পূর্ণাঙ্গ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি

0

২০১৯ সালের ১৩ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছিলেন। এরপর করোনার থাবায় গত ২৭ মাসেরও বেশি সময় থেমে ছিল পূর্ণাঙ্গ কমিটির ঘোষণার কাজ। করোনার তাণ্ডব কমে সশরীরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার পর এবার ২০১ জনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে। এরই মধ্যে পদ পেতে প্রায় দেড় হাজার নেতাকর্মী তাদের জীবনবৃত্তান্তও জমা দিয়েছেন।

চবি শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়, জমাকৃত জীবনবৃত্তান্ত কয়েক ধাপে যাছাই বাছাই করা হবে। পদপ্রত্যাশীদের মধ্যে ত্যাগী, ক্লিন ইমেজধারীদের, জামাত-শিবিরের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখা কর্মীদের কমিটিতে অগ্রাধিকারভিত্তিতে স্থান দেয়া হবে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি যতদ্রুত সম্ভব ঘোষণা করা হবে। আমরা দ্রুত গতিতে কাজ চালাচ্ছি। পূর্ণাঙ্গ কমিটি ২০১ সদস্য বিশিষ্ট করা হবে। এতে স্থান পেতে প্রায় দেড় হাজার জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।’

গত ৯ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে আগ্রহী কর্মীদের থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটির সাথে সাথে আমরা অবশ্যই হল ও অনুষদ কমিটি ঘোষণা করবো। কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে আমরা সার্বিক বিষয়ে আলোচনা করেছি। তারাও খুব আন্তরিক।’

পূর্ণাঙ্গ কমিটি করতে ২৭ মাসের বেশি সময় কেন লাগলো জানতে চাইলে ইকবাল হোসেন টিপু বলেন, ‘করোনাসহ বিভিন্ন কারনে এতদিন কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি। কর্মীদের প্রতি আমাদের সাংগঠনিক জায়গা থেকে একটা দায়বদ্ধতা আছে। তাই যত দ্রুত সম্ভব আমরা কমিটি পূর্ণাঙ্গ করে দিব।’

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের ১৩ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এমআইটি/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm