মহামারি করোনার আগে সর্বশেষ গত ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন। এরপর কেটে গেছে ৫৬২ দিন। এই দীর্ঘসময়ে একদিনের জন্যও ক্যাম্পাসে আসেনি শিক্ষার্থীদের আবেগ শাটল ট্রেন। অবশেষে ৫৬২ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে আবারও ক্যাম্পাসে আসল।
শুক্রবার (১ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটে নগরীর বটতলী রেলস্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে শাটল ট্রেন। যা সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় স্টেশনে এসে পৌঁছে। এসময় ট্রেনে চড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছে ঢাবির হাজার হাজার ভর্তি পরীক্ষার্থী।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টায় শেষ হবে প্রথম দিনের ভর্তি পরীক্ষা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ১১ হাজার ২১৭ জন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি নিয়েছি। আইনশৃংখলা বাহিনী আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। জালিয়াতি রোধে আমাদের বিশেষ টিম কাজ করবে।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার্থীদের জন্য শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ। এছাড়া আগত ভর্তিচ্ছু ছাত্রী ও মহিলা অভিভাবকদের বিশ্রামের জন্য পরীক্ষা চলাকালে আগামী দুইদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সকাল সাড়ে ৬টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে। আমরা আশা করছি, খুব সুন্দরভাবে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারবো।
এমআইটি/এমএহক