রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও চট্টগ্রামে এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে খাবার বিতরন করা হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) বিকালে ফাউন্ডেশনের উদ্যোক্তা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কনিষ্ঠ পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে খাবার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সুচনা করেন। প্রথম দিনেই ৮০০ মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।
নগরীর নাসিরাবাদ চৌধুরী বাড়ী, আজিজ ভিলা, শহর আলীর বাড়ী, আপন নিবাস, ষোলশহর মোড় ও জিইসির মোড়ে এসব খাবার বিতরণ করা হয়।
এ বিষয়ে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন বলেন, আমার বাবা এবিএম মহিউদ্দীন চৌধুরী
প্রতিবছর ইফতারের আয়োজন করতেন। তিনি মানুষদের খাওয়ানো পছন্দ করতেন। আমরাও বাবার পছন্দনীয় কাজগুলোর মাঝে বাবাকে খুঁজে পাই। এ চট্টগ্রাম নগরীর প্রতিটি ধুলোকনা থেকে শুরু করে প্রতিটি মানুষের সাথে আত্মার একটি সম্পর্ক আছে।’
খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের কমকর্তা নাজিউর রহমান সিকদার অনিক, শাখাওয়াত হোসেন অপু, রমজান আলী, রিয়াদ হোসেন, মো. বাদশা প্রমুখ।