অবৈধ বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন রেলওয়ে বিদ্যুৎ বিভাগের কর্মী। এদের মধ্যে সিনিয়র সাব এজিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এসএসএই) এনায়েত উল্লাহ’র অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
সোমবার (৭ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকার গোয়াল পাড়ার তুলাতলীতে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্য আহতরা হলেন, রেলওয়ের খালাসী সুজন দাশ, রফিকুল ইসলাম, আবুল কাশেম, কামাল, ফিটার গ্রেড মিজানুর রহমান, লাইন ম্যান ইফতেখার মেহেদী।
এ বিষয়ে সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী আমির হোসেন বলেন, ‘অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করায় ক্ষিপ্ত হয়ে তারা এ হামলা চালিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’
জানা যায়, রেলওয়ে বিদ্যুৎ বিভাগের আওতাধীন গোয়ালপাড়া তুলাতলীতে সিআরবি বিদ্যুৎ বিভাগ একটি টিম দুইভাগে ভাগ হয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করে। একপর্যায়ে স্থানীয়রা রেলওয়ের বিদ্যুৎ কর্মীদের উপর একযোগে হামলা করে।
স্থানীয়দের অভিযোগ, তাদের কাছ থেকে প্রতি মাসে অবৈধ বিদ্যুৎ ব্যবহার বাবদ টাকা নেওয়ার পরেও বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় ক্ষিপ্ত হয়ে তাদের হামলা করে ভুক্তভোগীরা।
রেলওয়ের বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী শাকের আহমেদ বলেন, ‘আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জেএস/এমএফও