s alam cement
আক্রান্ত
৪০২৮৩
সুস্থ
৩৪০৭৯
মৃত্যু
৩৮৮

অভিনব কায়দায় গাড়ির সেন্সর চুরি, চক্রের দুই সদস্য ধরা

0

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাড়া করে নির্দিষ্ট স্থানে নিয়ে কৌশলে সাইলেন্সার বক্সের সেন্সর (মাটি) চুরি করছে একটি চক্র। গ্যারেজের মিস্ত্রি আর চোর মিলে গড়ে উঠা এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪টি সাইলেন্সার বক্স উদ্ধার করা হয়।

আটক দুজন হলো- মো জসিম উদ্দিন (৩৮) ও মো. জয়নাল আবেদন পারভেজ (৪০)।

মঙ্গলবার (৬ এপ্রিল) নগরীর পাঠানটুলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডবলমুরিং মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৪ এপ্রিল) সকালে মো. জসিম পতেঙ্গা থেকে মো. নুর নবীর একটি মাইক্রো গাড়ি আগ্রাবাদ যাওয়ার কথা বলে ভাড়া নেয়। পরে জসিম গাড়িটি কৌশলে ডবলমুরিং থানার পাঠানটুলী রোডের গায়েবী মসজিদের পিছনে শাহাবুদ্দিন ও পারভেজের আলী মটরস ওয়ার্কসপে নিয়ে আসে। এসময় চালক নুর নবীকে চা দোকানে চা-নাস্তা খাওয়ানোর ছলে ব্যস্ত রেখে চক্রটি তার গাড়ির সাইলেন্সার বক্সের সেন্সর (মাটি) চুরি করে। যার মূল্য ৬০ হাজার টাকা। পরে নাস্তা খাওয়া শেষে গাড়ি নিয়ে গন্তব্যে রওনা দিতে গিয়ে চালক নুর নবী খেয়াল করেন তার গাড়ির ইঞ্জিন অস্বাভাবিক শব্দ করছে৷ এরপর ইঞ্জিন চেক করে দেখেন সাইলেন্সার বক্সের সেন্সর (মাটি) নেই। বিষয়টি তিনি গাড়ির মালিক নুর উদ্দিনকে জানালে তিনি মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে আলী মটরস ওয়ার্কসপে এসে মো. জসিম উদ্দিন ও মো. জয়নাল আবেদিন পারভেজকে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে।

সিএম/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm