s alam cement
আক্রান্ত
৪৩১৮৮
সুস্থ
৩৪৫৪৬
মৃত্যু
৪০৬

করোনার ঝুঁকি এড়াতে আউটডোর চিকিৎসা বন্ধ হল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে

0

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বন্ধ করে দেওয়া হয়েছে আউটডোর চিকিৎসা সেবা। করোনা পরিস্থিতির অবনতি ঘটায় সার্বিক দিক বিবেচনা করে ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) থেকে জেনারেল হাসপাতালের আউটডোরে রোগী দেখা বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনার শুরু থেকেই চট্টগ্রামে একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চিকিৎসা সেবা দিয়ে আসছে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল। তবু করোনা চিকিৎসার বাইরে নিয়মিত আউটডোরে রোগীদের সেবা দেওয়াও অব্যাহত রেখেছিল হাসপাতালটি।

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, আমাদের হাসপাতালটি কোভিড ডেডিকেটেড। নিচ তলায় আমাদের আউটডোর চালু ছিল। প্রতিদিন গড়ে এখানে প্রায় এক হাজার রোগী চিকিৎসা সেবা নিচ্ছিলেন। কিন্তু এখন করোনা পরিস্থিতি অবনতি ঘটায় আমরা অনির্দিষ্টকালের জন্য আউটডোর বন্ধ করে দিয়েছি। খুব শীঘ্রই এটি আবার চালু করা হবে।

তিনি বলেন, নিচ তলায় যেখানে আউটডোর সেবা দেওয়া হয় তার পাশেই করোনা টেস্টের নমুনা নেওয়া হয়। ফলে সংক্রামণ দ্রুত ছড়ানোর আশঙ্কা থেকেই আপাতত আউটডোর বন্ধ রাখা হচ্ছে। করোনা পরিস্থিতির উন্নতি হলেই এটি আবার চালু করা হবে।

Din Mohammed Convention Hall

এআরটি/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm