আগুনে পুড়ছে চট্টগ্রামের জহুর মার্কেট, ফায়ার সার্ভিস হিমশিম

0

চট্টগ্রাম নগরীর জহুর হকার্স মার্কেট জ্বলছে আগুনে। রাত সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আগুনে পুড়ছে চট্টগ্রামের জহুর মার্কেট, ফায়ার সার্ভিস হিমশিম 1

শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে জহুর হকার্স মার্কেটে আগুন লাগে।

আগুনে পুড়ছে চট্টগ্রামের জহুর মার্কেট, ফায়ার সার্ভিস হিমশিম 2

সেখানে কিভাবে আগুনের সূত্রপাত হল— এখনও সেই উৎস শনাক্ত করা যায়নি।

তবে ওই মার্কেটের ‘হাসিনা মহিউদ্দিন ভবনে’ আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে মার্কেটটিতে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে।

এদিকে জহুর হকার্স মার্কেটে আগুন লাগার খবর পেয়ে পার্শ্ববর্তী রিয়াজউদ্দিন বাজারের দোকানদারদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm