রাতে চট্টগ্রাম নগরীর জহুর হকার্স মার্কেটে লাগা আগুনে পুড়েছে অন্তত ৩০টি দোকান। এর মধ্যে ২৫টি দোকানই শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পরিবারের মালিকানাধীন।
শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে জহুর হকার্স মার্কেটে আগুন লাগে। ওই মার্কেটের ‘হাসিনা মহিউদ্দিন ভবনে’ আগুনের সূত্রপাত হয়। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে দোকানপাট বন্ধ ছিল। ভেতরে লাগা আগুনের ধোঁয়া বাইরে আসার পরই আশেপাশের লোকজন আগুন লাগার ঘটনা আঁচ করতে পারেন।
মার্কেটটিতে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের মোট ১৩টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর প্রায় দুই ঘন্টা চেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
হঠাৎ এই অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হননি। এর মধ্যে ২৫টি দোকানই ‘হাসিনা মহিউদ্দিন ভবনে’। এর সবগুলোই শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পরিবারের মালিকানাধীন। ওই ভবনে অন্তত শতাধিক দোকান রয়েছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল দেখতে যান চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান।
সিপি