s alam cement
আক্রান্ত
৯২৬৭৯
সুস্থ
৫৮৭২১
মৃত্যু
১০৯৪

আগ্রাবাদের এসি ল্যান্ড এখন বেনাপোলের প্রধান নির্বাহী কর্মকর্তা

0

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সার্কেলের এসি ল্যান্ড মোজাম্মেল হক চৌধুরী যশোরের বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন।

রোববার (৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খান স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগ দেওয়া হয়।

মোজাম্মেল হক খুব শীঘ্রই বেনাপোল পৌরসভায় যোগদান করবেন বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের আগ্রাবাদ সার্কেলে সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন।

২০০৬ সালে যশোরের বেনাপোল ইউনিয়নের একটি অংশ নিয়ে বেনাপোল পৌরসভা গঠন হয়। পৌরসভাটিতে মেয়র পদে রয়েছেন আশরাফুল আলম লিটন। এর আগে এ পদটি থাকলেও নিয়োগ ছিল না এত দিন।

সেখানে মেয়রের পরে মর্যাদার দিক থেকে ছিলেন একজন সচিব। এখন মেয়রের পর পদমর্যাদায় থাকবেন প্রধান নির্বাহী কর্মকর্তা।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm