s alam cement
আক্রান্ত
৯২৬৭৯
সুস্থ
৫৮৭২১
মৃত্যু
১০৯৪

রক্ত দেওয়া যাবে দুই ডোজ টিকা নেওয়ার ২৮ দিন পরই, জরুরি ক্ষেত্রে ১৪ দিনেও

0

দেশের ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে গত শনিবার (৭ আগস্ট) থেকে। চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। এই ছয় দিনে পর্যায়ক্রমে টিকা পাবেন গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষ।

এ অবস্থায় টিকা নেওয়ার কতদিন পর রক্ত দিতে পারবেন— তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে রক্তদাতাদের। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সকল ধরনের কোভিড-১৯ টিকাগ্রহীতা (১ম ও ২য় ডোজ ) গ্রহণের ২৮ দিন পর রক্ত দিতে পারবেন।

নিরাপদ রক্ত পরিসঞ্চালনা বিষয়ে সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এক্ষেত্রে রক্ত পরিসঞ্চালন সেবায় যথাযথ সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে এ নির্দেশনা জারি করা হলো। পরবর্তী নির্দেশনা না-দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এতে বলা হয়েছে—
১. সব ধরনের করোনা টিকা গ্রহীতারা প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার ২৮ দিন পর রক্ত দিতে পারবেন। তবে অতি জরুরি প্রয়োজন, যেমন: রক্তের অভাবে জীবননাশ বা জীবন সংশয়, নেগেটিভ রক্তের গ্রুপ বা দুষ্প্রাপ্য রক্তের গ্রুপের ক্ষেত্রে কোভিড-১৯ টিকাগ্রহীতারা ১৪ দিন পর রক্ত দিতে পারবেন।

২. কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি করোনা পরীক্ষা নেগেটিভ বা সম্পূর্ণ সুস্থ হওয়ার ২৮ দিন পর রক্ত দিতে পারবেন।

৩. কোভিড-১৯ টিকা গ্রহীতা যেকোনো সুস্থ-সবল রক্তদাতা থেকে রক্ত সংগ্রহ করতে পারবেন।

Din Mohammed Convention Hall

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm