চট্টগ্রামের বারেক বিল্ডিং মোড়ে পুলিশের ওপর হামলা চালিয়ে ৫১ দিন ধরে আত্মগোপনে থাকা ডাকাত ও ছিনতাইচক্রের প্রধান আরিফ হোসেন ওরফে মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ডবলমুরিং থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর বেলতলী রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, ফেব্রুয়ারির ঘটনার পর থেকে আরিফ পুলিশের নজরদারিতে ছিল। সে একজন পেশাদার অপরাধী এবং অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করত।
এর আগে ২৫ ফেব্রুয়ারি রাতে বারেক বিল্ডিং মোড়ের একটি ফাঁকা প্লটে পুলিশের অভিযানের সময় সংঘবদ্ধ ছিনতাইকারীরা হামলা চালায়। ওই অভিযানে আরিফ হোসেন ছুরি দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যায়।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে আরিফকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে সে একাধিক অপরাধে জড়িত ছিল।
আরিফের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলবে বলেও জানান তিনি।
জেজে/ডিজে