s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

আসলের কাছে ধরা খেলো ভুয়া এনএসআই

0

আসল এনএসআই’র কাছে ধরা খেলো ভুয়া এনএসআই। চট্টগ্রামের খুলশী এলাকা থেকে মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে ‍আসিবুল আহসান রাব্বি (১৯) নামে এনএসআই পরিচয়ধারী ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

খুলশী থানা সূত্র জানায়, রাব্বী বিভিন্ন সময় নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিল। পরে এনএসআই পরিচয়ে প্রতারণার সময় রাব্বীকে আটক করা হয়।

এরপর রাব্বীকে খুলশী থানায় সোপর্দ করা হয়। এসময় তার কাছ থেকে ২টি নকল এনএসআইয়ের আইডি কার্ড, ভিজিটিং কার্ড ও ১টি ওয়াকিটকি উদ্ধার করে পুলিশ।

খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, ভুয়া এনএসআই আসিফুল আহসান রাব্বি চাকরির লোভ দেখিয়ে দুই ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।

আরএম/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm