আসামির দায়ের কোপে পুলিশ সদস্যের হাতের কব্জি বিচ্ছিন্ন চট্টগ্রামের লোহাগাড়ায়

0

চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় আসামির দায়ের কোপে এক পুলিশ সদস্যের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (১৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের আঁধার মানিক এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান।

দায়ের কোপে হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই পুলিশ সদস্যের নাম জনি খান। এই ঘটনায় আহত অপর পুলিশ সদস্যের নাম মো. শাহাদাত হোসেন।

যে আসামি দায়ের কোপে জনি খানের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে তার নাম কবির আহমেদ (৩৫)।

জানা গেছে, কবির আহমেদ গত ২৪ মার্চ লোহাগাড়া থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার এজহারভুক্ত আসামী।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm