s alam cement
আক্রান্ত
৫৭৩৭০
সুস্থ
৪৮৩৭৪
মৃত্যু
৬৭৪

ইউপিডিএফ ছেড়ে আসা কর্মীকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

0

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সাবেক এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬) ভোরে তাকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। উপজেলার বরাদম নওয়া পাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

জানা যায়, শনিবার (২৬ জুন) ভোরে কয়েকজন অস্ত্রধারী যুবক ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সাবেক কর্মী অমর জীবন চাকমাকে বাসা থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত অমর হাজাছড়া জোড়াব্রিজ এলাকার পূর্ণ কিশোর চাকমার ছেলে।

স্থানীয়রা জানান, তিনি দুই বছর আগে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপ থেকে দল ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। সম্প্রতি দীঘিনালার বরাদম এলাকায় বিয়ে করে নোয়াপাড়া এলাকায় সবজি বিক্রি করে সংসার চালাতেন তিনি।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম পেয়ার আহমেদ বলেন, ‘অমর জীবন চাকমার ক্ষত-বিক্ষত মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। ঘটনার পর থেকে পুরো এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।’

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm