s alam cement
আক্রান্ত
৫৭৩৭০
সুস্থ
৪৮৩৭৪
মৃত্যু
৬৭৪

সোমবার নয়, ‘কঠোর লকডাউন’ শুরু বৃহস্পতিবার থেকে

গণপরিবহন বন্ধ হয়ে যাবে সোমবার থেকেই

0

কঠোর লকডাউনের সিদ্ধান্ত বদলে সোমবারের (২৮ জুন) বদলে বৃহস্পতিবার (১ জুলাই) করা হয়েছে। ওইদিন থেকে দেশে সর্বাত্মক লকডাউনের নতুন ঘোষণা দিল সরকার।

শনিবার (২৬ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

তবে সভার সিদ্ধান্ত অনুযায়ী বিধিনিষেধ শুরু হবে সোমবার (২৮ জুন) থেকেই, কিন্তু কঠোর লকডাউন বৃহস্পতিবার থেকে শুরু হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।

সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। ওইদিন থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। তবে সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে। অন্যদিকে কঠোর লকডাউন শুরু হবে ১ জুলাই থেকে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা দেয় সরকার। এই লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট ও শপিং মল বন্ধ থাকবে বলে জানানো হয়। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানানো হয়।

দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার গত ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল। পরে তা আরও দুই দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা আরও আট দফা বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়।

Din Mohammed Convention Hall

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm