মেয়ের বাসায় বেড়াতে গিয়ে আর ফিরে আসা হলো না নিজের বাসায়। দ্রুতগামী বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল বৃদ্ধা সুফিয়া খাতুনের (৬৫) জীবন। চট্টগ্রামের বাকলিয়া থানার রাজাখালী এলাকায় শুক্রবার (২৫ জুন) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুফিয়া খাতুন নগরের আকবরশাহ থানার বিশ্ব কলোনি সেভেন মার্কেট সংলগ্ন ইউনুস মোল্লার বাড়ির স্বামী মৃত দুদু মিয়ার স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, মেয়ের বাসায় বেড়াতে গিয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার কবলে পড়েন সুফিয়া বেগম।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলাব্রত বড়ুয়া। তিনি বলেন, ‘বাকলিয়ার থানার রাজাখালী এলাকায় রাতে একটি দ্রুতগামি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী এক নারী।
পরে হাসপাতালে তাকে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকলিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, বৃদ্ধা নিহতের ঘটনায় মোটরসাইকেল ও আরোহীকে আটক করা হয়েছে।
মুআ/কেএস







