s alam cement
আক্রান্ত
৫২৭৩৬
সুস্থ
৩৯১১২
মৃত্যু
৬০২

‘ইয়াস’ মোকাবেলায় তোড়জোড় কক্সবাজারে, ৫৭৬টি আশ্রয়কেন্দ্র ছাড়াও তৈরি ৮ হাজার স্বেচ্ছাসেবক

0

অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘ইয়াস’ কক্সবাজার উপকূলে আঘাত হানার তেমন কোনো আশংকা না থাকলেও ঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টার ও স্বেচ্ছাসেবক।

এদিকে ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে উচ্চতায় কয়েক ফুট বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়ছে। ইতোমধ্যে কক্সবাজার উপকূলের ১০ লাখ মানুষকে সরিয়ে আনার প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ মঙ্গলবার সকালে সাংবাদিকদের জানান, ঘুর্ণিঝড় ইয়াস মোকাবেলায় জেলায় প্রস্তুতি রাখা হয়েছে ৫৭৬টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা সাইক্লোন শেল্টারসহ এক হাজারের মত শিক্ষাপ্রতিষ্ঠান এবং বহুতল ভবন। পাশাপাশি সিপিপিসহ ৮ হাজারের মত স্বেচ্ছাসেবকও প্রস্তুত করা হয়েছে।

‘ইয়াস’ মোকাবেলায় তোড়জোড় কক্সবাজারে, ৫৭৬টি আশ্রয়কেন্দ্র ছাড়াও তৈরি ৮ হাজার স্বেচ্ছাসেবক 1

কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা গেছে, বৈরী পরিবেশে সমুদ্র সৈকতও ফাঁকা। উত্তাল সৈকতে ওড়ানো হয়েছে লাল নিশানা।

জানা গেছে, উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হওয়া ইয়াস। তবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড়টির গতি পরিবর্তন হয়েছে। শুরুতে ঝড়টির উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা ছিল। এখন দেখা যাচ্ছে, এটি পশ্চিম-উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আঘাত হানতে পারে। অন্যদিকে ইয়াস বাংলাদেশের উপকূল থেকে কিছুটা দূরে চলে গেছে। ফলে বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনাও কমে গেছে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm