কখনো ঝুম বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি। আবার কখনো ভারী মেঘাচ্ছন্ন আকাশ। আবার কখনো হালকা মেঘে ঢাকা আকাশ। এমনি রোদ-বৃষ্টির খেলায় মেতেছে চট্টগ্রামের আবহাওয়া।
বৃহস্পতিবার (৫ মে) সকাল থেকেই এমনটি ঘটছে চট্টগ্রামের আবহাওয়ায়।
এদিকে ঈদের ৩ দিন ছুটির পর বৃহস্পতিবার প্রথম অফিস আদালত খুলেছে। সকালবেলা বৃষ্টি মাথায় নিয়ে কর্মজীবীরা গেছেন কাজে।
পতেঙ্গাস্থ আবহাওয়া অফিসের ডিউটি অ্যাসিসট্যান্ট মাহমুদুল আলম মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৫ দশমিক ২ মিলিলিটার বৃষ্টি হয়েছে।’
তিনি আরও জানান, ‘আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুস্ক থাকবে। তবে হালকা-পাতলা বৃষ্টি হতে পারে আগামী ২ থেকে ৩ দিন। আগামী ৯/১০ তারিখের পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’
সামনে কোন ঘূর্নিঝড়ের আভাস রয়েছে কিনা এ প্রশ্নের জবাবে মাহমুদুল আলম জানান, ‘এটা ৮/১০ তারিখের পর বলা যাবে। তবে সামগ্রীক অবস্থা দেখে আমরা যেটা বুঝতে পারছি সাগরে ঘূর্নিঝড়ের একটা সিষ্টেম তৈরী হচ্ছে। সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা তখনই তা বলা যাবে।’
এদিকে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে উপস্থিতি কম ছিল। ব্যাংকেও তেমন ভীড় ছিল না। আদালতপাড়াতেও ভীড় ছিল কম।
এদিন সব খোলা থাকার পর আরও দুইদিনের জন্য সাপ্তাহিক ছুটি।
তবে যারা বৃহস্পতিবারের (৫ মে) বাড়তি ছুটি যোগাড় করতে পেরেছেন তারা এর সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিনের ছুটি শেষে কাজে যোগ দিবেন আগামী রোববারে। সেদিনই চিরচেনা চট্টগ্রাম ফিরে পাবে আগের রূপ।
আইএমই/এমএহক