চট্টগ্রামের সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান এনজিএস সিমেন্টের কারখানায় চাঁদা না পেয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করা কিছু দুর্বৃত্ত প্রতিষ্ঠানের কেনা জায়গায় নির্মাণাধীন সীমানাপ্রাচীর দেয়ালের ২০০ ফুট ভেঙে ফেলে। একইসঙ্গে মালামাল লুটও করা হয় বলে জানা গেছে।
সম্প্রতি চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এমজিএস সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।
সিমেন্ট কারখানার ম্যানেজার সুবিমল ঘোষ জানান, ‘কিছু দুর্বৃত্ত দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। প্রতিষ্ঠানের কেনা জায়গায় সীমানাপ্রাচীর দেওয়ার সময় তারা এসে ২০০ ফুট দেয়াল ভেঙে দিয়েছে। একইসঙ্গে তারা কারখানার মালামালও লুট করেছে। পরে অস্ত্রধারী প্রায় দুই শতাধিক লোক আমাদের দেয়াল নির্মাণকাজ বন্ধ করে দেয়।’
তিনি বলেন, ‘দুর্বৃত্তরা আমাদের নির্মাণসামগ্রী মালামাল লুট করে নিয়ে গেছে। এবিষয়ে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।’
পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’