বাকলিয়ায় মেয়াদহীন লাইসেন্সে পানি বিক্রি করে ‘ইভাইন’, অর্থদণ্ড ৭০ হাজার

মেয়াদহীন লাইসেন্স দিয়ে খাবার পানির ব্যবসা করায় এক প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার সৈয়দ শাহ রোডের ইভাইন ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় চট্টগ্রামের জেলা প্রশাসন ও বিএসটিআই। অভিযানে ইভাইন ড্রিংকিং ওয়াটার নামে এক প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় ও নোংরা পরিবেশে পানি বাজারজাত করার দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm