পাহাড়তলীতে ২৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ২৫ কেজি গাঁজাসহ মুন্নি আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নগরীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) মধ্যরাত আড়াইটার দিকে পাহাড়তলী থানার দুলালাবাদ ৩ নম্বর রেল গেট সিগন্যাল কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুন্নি আক্তার (৩১) আকবরশাহ থানাধীন রৌশন শাহ মাজার নিউ শহীদ লেইন এলাকার শাহিন মিয়ার স্ত্রী।

অভিযানের সময় তার কাছ থেকে গাঁজাসহ নগদ ৮ হাজার ৭৫০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্নি আক্তার মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, তিনি সিগন্যাল কলোনির পাকা সড়কের পাশে গাঁজা বিক্রির জন্য অপেক্ষা করছেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ২৫ কেজি গাঁজাসহ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্নি আক্তার স্বীকার করেন, তিনি বিভিন্ন এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে তা বিক্রি করতেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, ‘মুন্নি আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm