s alam cement
আক্রান্ত
৪৪০৯১
সুস্থ
৩৪৭০০
মৃত্যু
৪১৪

এনায়েতবাজারে ৫ তলা ভবন হেলে পড়েছে আরেক ভবনে, উদ্ধার কাজ চলছে

0

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। শনিবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে হঠাৎ ভবনটি পাশের একটি ভবনে হেলে পড়ে।

ভবন হেলে পড়ার ব্যাপারটি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, ‌’ভবন হেলে পড়ার খবর পেয়ে আমরা ভবন ও আশপাশের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। বর্তমানে আমি ঘটনাস্থলে রয়েছি।’

জানা গেছে নির্মাণ ত্রুটির কারণে গোয়ালপাড়া কার্তিক ঘোষের পাঁচতলা এ ভবনটি রাত এগারটায় হঠাৎ করে হেলে পড়ে। এসময় ভবনের বাসিন্দা ও আশপাশের ভবন মালিকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে ভবনটি বর্তমানে খুবই ঝুকিপূর্ণ অবস্থায় আছে। যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

ভবন হেলে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোতোয়ালী থানা পুলিশ ও সিটি করপোরেশন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ভবনে বসবাসকারী ও আশপাশের ৩০ পরিবারের লোকজনকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

সিএম/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm