এবার চট্টগ্রামের আরেক কন্টেইনার ডিপোতে আগুন

0

এবার চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় ভারটেক্স কন্টেইনার ডিপোতে রাখা তুলার কন্টেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে ডিপোর শ্রমিক ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

কেইপিজেড ফায়ার স্টেশন কর্মকর্তার মো. শহীদুল্লাহ বলেন, ‘ডিপোতে রাখা একটি তুলাভর্তি কন্টেইনারে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ডিপোর কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

তবে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে গত ৪ জুন রাত চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটে সেখানে। এতে আগুন ছড়িয়ে পড়ে ডিপোটির বিভিন্ন জায়গায়।

Yakub Group

এ ঘটনায় প্রথম দুই দিনে ফায়ার সার্ভিসকর্মীসহ ৪১ জন মারা যান। পরবর্তীতে মৃত্যু হয় আরও ৮ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় দুই শতাধিক মানুষ।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm