এসএমজি-রাইফেলসহ বিপুল গোলাবরুদ উদ্ধার রাঙামাটিতে

রাঙামাটি রিজিয়নের বিশেষ অভিযানে এসএমজি, রাইফেলসহ বিপুল পরিমাণে গোলাবরুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিক্তিতে রাঙামাটি জোন ১টি বি টাইপ পেট্রোল তইন্নছড়ি যমচুগ এলাকায় অভিযান চালায়।

অভিযানে ওই এলাকার কিয়াংঘরের নীচ হতে ১টি এসএমজি, ১টি চায়না রাইফেল টি-৮১, ১টি বোম্ব ৪০ মি.মি. এইিই এমজি-৩, ৩টি ম্যাগজিন (২টি এসএমজি এবং ১টি রাইফেল), ১৪১ রাউন্ড গুলি এসএমজি এ্যামোনিশন, ২৭ রাউন্ড রাইফেলের গুলি, এ্যামোনিশন এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানের সময় এক জেএসএস সন্ত্রাসী আত্মসমর্পণ করেন।

বিকাল ৫ ঘটিকায় উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ রিজিয়নের মাঠে সাংবাদিকদের সামনে প্রদর্শন করা হয়।

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!