এসএসসির ফলাফলে চট্টগ্রামে বড় তফাৎ জিপি-৫ ও পাসের হারে

জিপিএ-৫ এর পাশাপাশি পাশের হারও অনেক কমে গেছে এবারের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার রেজাল্টে।

২০২৩ সালের চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৪৫০ জন।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সোয়া ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এ তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

জানা যায়, ২০২২ সালের তুলনায় এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাস ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এ বছর পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ। গতবছর ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ৯ দশমিক ২৪ শতাংশ কম।

এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ হাজার ৬৬৪ জন। যা গতবারের তুলনায় ৭ হাজার ২১৪ জন কম।

প্রসঙ্গত, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন।

Yakub Group

এআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!