s alam cement
আক্রান্ত
৯৮৭২৪
সুস্থ
৬৮৯৩৯
মৃত্যু
১২১১

করোনার আরও এক নতুন ভ্যারিয়েন্ট, এমন বদল আগে দেখা যায়নি

0

বাংলাদেশে যখন করোনার প্রকোপ অনেকটাই কমে এসেছে, তখনই বিশ্বের অনেকগুলো দেশে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট সি.১.২ শনাক্ত হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্টটি এ যাবতকালের সবচেয়ে বেশি পরিবর্তিত ভাইরাস বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে বড়ো আশঙ্কার কথা হচ্ছে, এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিন কার্যকর নাও হতে পারে।

সি.১.২ ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এরপর এটি এখন পর্যন্ত ইংল্যান্ড, চীন, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, মরিশাস, নিউজিল্যান্ড, পর্তুগাল এবং সুইজারল্যান্ডে পাওয়া গেছে।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিক্যাবল ডিজিস এবং কোয়াজুলু-নাটাল রিসার্চ ইনোভেশন অ্যান্ড সিকোয়েন্সিং প্লাটফর্মের নতুন এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে। তবে গবেষণাটি এখনও প্রি-প্রিন্ট পর্যায়ে রয়েছে। এটি বর্তমানে পিয়ার রিভিউর অপেক্ষায় রয়েছে।

২০২১ সালের মে মাসে প্রথম সি.১.২ ভ্যারিয়েন্ট শনাক্ত করেন বিজ্ঞানীরা। এটি জানুয়ারিতে প্রথম শনাক্ত হওয়া সি.১ ভ্যারিয়েন্টের পরিবর্তিত রূপ।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm