s alam cement
আক্রান্ত
৯৮৭২৪
সুস্থ
৬৮৯৩৯
মৃত্যু
১২১১

পুকুরে ডুবে গেল শিশু, পানিতে ভাসছিল জুতা

0

চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামের লাল মিয়া সারেং বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ইসমাঈল হোসেন ওই বাড়ির কামরুল ইসলামের পুত্র। ইসমাঈলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু।

নিহতের স্বজন মো. রনি জানান, ‘বিকেলে হঠাৎ ইসমাঈলকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। পরে বাড়ির পাশে অবস্থিত পুকুরে তার পায়ের জুতা ভাসতে দেখা যায়।’

‘দ্রুত পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু বলেন, ‘বিকেলে খেলাধুলার করার সময় সবার চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় ইসমাঈল।’

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm