s alam cement
আক্রান্ত
৪০২৮৩
সুস্থ
৩৪০৭৯
মৃত্যু
৩৮৮

করোনা পজিটিভ চট্টগ্রাম সিভিল সার্জন পার্কভিউ হাসপাতালে

0

দুই মাস আগে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজটি নেয়ার পরও করোনা আক্রান্ত হওয়া চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অক্সিজেন স্যাচুরেশন লেভেল যাতে নিচে নেমে না আসে সেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে আগেভাগেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বুধবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে তাকে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালের ১১০৯ নম্বর কেবিনে ভর্তি করানো হয়েছে নিশ্চিত করেছেন হাসপাতালটির জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘রাত পৌণে এগারটায় সিভিল সার্জনকে হাসপাতালে ভর্তি হয়ে ১১০৯ নম্বর কেবিনে আসেন। তবে রাত দশটায় তিনি আমাদেরকে হাসপাতালে ভর্তি হবেন বলে জানিয়েছিলেন। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। সঙ্গে সিভিল সার্জনের স্ত্রীও রয়েছেন।

জিয়াউর রহমান সিভিল সার্জনের বর্তমান শারিরীক অবস্থার কথা উল্লেখ করে বলেন, ‘তার অক্সিজেন লেভেল ভালো থাকায় আপাততঃ অক্সিজেন দেয়ার প্রয়োজন নেই। তবে তার ১৫ থেকে ২০ ভাগ ফুসফুস সংক্রমণ রয়েছে। আর এটি থাকলে যেকোন সময় অক্সিজেন স্যাচুরেশন লেভেল নিচে নেমে যেতে পারে। তাই সতর্কতামূলক ব্যবস্থা নিতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অনিরুদ্ধ ঘোষ জয় তাকে দেখতে আসবেন। চিকিৎসার পরবর্তী পদক্ষেপ তিনিই জানাবেন বলে তিনি জানতে পেরেছি।’

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বির করোনা সংক্রমণের শুরু থেকেই জ্বর, সর্দি, কাশি ও খাবারে অনিহা ছিল। ফুসফুস সংক্রমণ পাওয়া গেলেও তাকে এখনো কোন অক্সিজেন দিতে হয়নি। তার অক্সিজেণ লেভেল ভালো রয়েছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।

প্রসঙ্গত, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির গত সোমবার (২৯ মার্চ) নমুনা পরীক্ষায় করেনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সিভিল সার্জনের পাশাপাশি করোনাভাইরাস চিকিৎসার জন্য বিশেষায়িত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কেরও দায়িত্বে আছেন ডা. সেখ ফজলে রাব্বি।

Din Mohammed Convention Hall

আইএমই/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm