কাঁচা মরিচ বিক্রিতে কারসাজি ঠেকাতে রিয়াজুদ্দিন বাজারে অভিযান

চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে কাঁচা মরিচ বিক্রিতে কারসাজি ঠেকাতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩ জুলাই) দুপুরে চালানো অভিযানে রিয়াজুদ্দিন বাজারের তিনি কাঁচা মরিচ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে মেসার্স আনছার ট্রেডার্সকে ১০ হাজার টাকা, রিয়াজ এন্টারপ্রাইজকে ও প্রণব ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

s alam president – mobile

মূল্য তালিকা সংরক্ষণ না করার দায়ে এই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।

একইসঙ্গে নগরীর পাহাড়তলী সরাইপাড়া এলাকার রূপসা ফুডকে মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণের দায়ে আট হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

Yakub Group

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!