স্ত্রীকে মারধর ও যৌতুক মামলায় পরোয়ানা সেই মুনতাকিমের বিরুদ্ধে

স্ত্রীর করা মারধর ও যৌতুকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে চট্টগ্রামের আলোচিত সেই মুনতাকিমের বিরুদ্ধে।

সোমবার (৩ জুন) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদের আদালত এই আদেশ দেন।

এরআগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ফি কমানোর দাবির আন্দোলন থেকে গ্রেপ্তার করে থানা হাজতে নির্যাতনের শিকার হন সৈয়দ মো. মুনতাকিম (২৪)। এরপর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি নগরীর পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার ও এসআই আবদুল আজিজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করে আলোচনায় আসেন তিনি।

s alam president – mobile

মুনতাকিম ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকার সৈয়দ মৌলনা মোহাম্মদ খালেদ আজমের ছেলে। তিনি হাটহাজারী থানার ফতেয়াবাদ লালিয়ারহাট তৈয়বিয়া পাড়ায় বসবাস করেন।

গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেন বাদির আইনজীবী এম জাফর আলম।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৬ অক্টোবর মুনতাকিমের সঙ্গে হাবীবা আকতারের ১৫ লাখ টাকার কাবিনে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় গত ১১ জুন ৫ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

Yakub Group

এর আগে গত ১৭ জুন বিকালে স্ত্রীর বাড়িতে মুনতাকিম গেলে ব্যবসার জন্য পুনরায় ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু স্ত্রী টাকা দিতে অপারগতা জানালে তাকে কিল-ঘুষি মেরে শারীরিক নির্যাতন করেন মুসতাকিম।

এমনকি স্ত্রীকে ডিভোর্স দিয়ে যৌতুক নিয়ে নতুন করে বিয়ে করারও হুমকি দেন তিনি।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!