কাজ শেষ হতেই হঠাৎ বিস্ফোরণে মুহূর্তেই লাশ শাহাদাত

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপো বিস্ফোরণ

0

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন মিরসরাইয়ের শাহাদাত হোসেন।

শাহাদাত পেশায় একজন ক্যাভার্ডভ্যান চালক ছিলেন। শনিবার (৪ জুন) গাড়ি নিয়ে ডিপোতে প্রবেশের পর থেকে রোববার দুপুর পর্যন্ত নিখোঁজ ছিলেন তিনি।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে তার মৃতদেহ শনাক্ত করা হয়।

শাহাদাত উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ননাই মিয়া মীর বাড়ির মৃত শাহ আলমের ছেলে।

জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শাহীনুর হোসেন বলেন, ‘শাহাদাত আমার চাচাতো ভাই। তিনি গত শনিবার ক্যাভার্ডভ্যান নিয়ে পণ্য আনলোড করতে সীতাকুণ্ডের সোনাইছড়ির বিএম ডিপোতে যান। সেখানে থাকা অবস্থায় রাত ১০টার দিকে ডিপোতে বিস্ফোরণের খবর পাই। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাই।’

Yakub Group

তিনি বলেন, ‘রোববার সকালে ডিপোতে গিয়ে তাকে পাওয়া যায়নি। দুপুর পর্যন্ত নিখোঁজ ছিল। পরে চট্টগ্রাম মেডিকেলের ১৯ নম্বর ওয়ার্ডে তার মরদেহ শনাক্ত করা হয়। লাশ বাড়িতে আনার প্রস্তুতি চলছে।’

দুই ভাই ও দুই বোনের মধ্যে শাহাদাত বড়। ছোট ভাই আমজাদ হোসেন জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে।

নিহত শাহাদাতের প্রতিবেশী মুহাম্মদ হাসান বলেন, দুর্ঘটনার পর থেকে শাহাদাত নিখোঁজ হয়। এরপর সবাই তাকে খোঁজ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করার পর হাসপাতালে তার মরদেহ রয়েছে বলে খবর আসে। এরপর তার লাশ আনতে আমরা দ্রুত সেখানে ছুটে যাই।

জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, ‘সীতাকুণ্ডের বিএম ডিপো ট্রাজেডিতে আমার ইউনিয়নের শাহাদাত নামের যুবক নিহত হয়েছেন। শাহাদাতসহ ওই দুর্ঘটনায় নিহত সবার জন্য খুব খারাপ লাগছে।’

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খোঁজখবর নিয়ে আমরা তার পরিবারকে সহযোগিতা করবো।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm