কাস্টমস কর্মকর্তাদের গাড়িতে হামলা চালানো হয় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে

গ্রেপ্তার ২ হামলাকারী

চট্টগ্রামে টাকার বিনিময়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়েই হামলা চালানো হয় কাস্টমস কর্মকর্তাদের গাড়িতে। মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নির্দেশে হামলায় অংশ নেওয়া দুই যুবককে বান্দরবান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তে উঠে এসেছে, এক ব্যক্তি কাস্টমস কর্মকর্তাদের ভয়ভীতি দেখাতে টাকার বিনিময়ে তিন যুবককে ভাড়া করে এই হামলা করান। সেই ‘মাস্টারমাইন্ড’কে শনাক্ত করা হয়েছে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

ডিবি জানায়, গত এক সপ্তাহের ট্র্যাকিংয়ের পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বান্দরবানের সদর উপজেলার সিকদারপাড়া এলাকা থেকে দুই হামলাকারী কাজী মো. ইমন হোসেন (২৩) ও মো. সুজনকে (২৪) গ্রেপ্তার করা হয়। তারা আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা।

গ্রেফতা দুইজন স্বীকার করেছেন, নির্দেশদাতা ব্যক্তি তাদের ভয়ভীতি সৃষ্টি করতে গাড়িতে হামলা চালাতে বলেছিল। তবে টাকার পরিমাণ এখনও নিশ্চিত নয়।

৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায়, তিনজন মোটরসাইকেলে এসে কর্মকর্তাদের গাড়ি থামিয়ে চাপাতি দিয়ে কোপ দেয়, কাঁচ ভাঙচুর এবং ‘গুলি কর’, ‘গুলি কর’ বলে হুমকি দেয়। প্রাণভয়ে কর্মকর্তারা পালিয়ে পাশের গলিতে আশ্রয় নেন।

হামলার পর কাস্টমস কর্মকর্তারা জানান, ধারণা করছি, প্রায় ৪০ কোটি টাকা মূল্যের দুটি অবৈধভাবে পণ্য খালাসে বাধা দেওয়ার কারণেই ক্ষুব্ধ হয়ে একটি চক্র এই হামলার পরিকল্পনা করে থাকতে পারে।

এএইচ/ডিজে

ksrm