s alam cement
আক্রান্ত
৯৬৫০৩
সুস্থ
৬৩৪৮০
মৃত্যু
১১৬৬

কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের পাশে দাঁড়ালেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু

0

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের শিক্ষক-শিক্ষিকাদের খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়ালো যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

শুক্রবার (২০ আগস্ট) চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে এক আয়োজনে শিক্ষক-শিক্ষিকাদের মাঝে উপহারসামগ্রী হিসাবে খাদ্য বিতরণ করা হয়।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কিন্ডারগার্টেন বাঁচাও, শিক্ষক বাঁচাও প্রস্তাবনা কর্মসুচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিকেএ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব প্রাবন্ধিক ও মানবাধিকারকর্মী মো. কামরুল ইসলাম।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় সহমহিলা বিষয়ক সচিব লায়ন লুবনা হুমায়ুন সুমির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আয়োজনের পৃৃষ্ঠপোষক শিক্ষানুরাগী দেবাশীষ পাল দেবু।

বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহভাপতি অধ্যাপক এমকেএম নুরুল আবছারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সচিব এম কে দাশ, পরিকল্পনা ও উন্নয়ন সচিব কবিরুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য এমকে বড়ুয়া।

Din Mohammed Convention Hall

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটির কামরুল ইসলাম, কবিরুল ইসলাম, লায়ন হুমায়ুন কবির, আনিফুর রহমান লিটু, সুপলাল বড়ুয়া, মিলন বড়ুয়া, আবিদা সুলতানা, জাহানারা বেগম পায়রা, আমিনুল হক মিলন, মাহতাব উদ্দীন চৌধুরী, এম এ মতিন, নাজিম উদ্দীন চৌধুরী, লায়ন ইয়াসমিন কবির, আবদুল্লাহ আল মামুন, এম জাহাঙ্গীর আলম, সৌরেন বড়য়া, পরাগ বড়ুয়া, ধ্রুবজিৎ বড়ুয়া, জাহিদ হোসেন, সাজ্জাদ হেসেন, জয়নাল আবেদীন, মো. জাবেদ ও ইমন মহাজন।

পরে ডনভিউ কেজি স্কুল, খুলশী চাইল্ড গ্রামার কেজি স্কুল, আব্দুল হামিদ কিন্ডার গার্টেন, হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ, আল্লামা ইকবাল একাডেমী, চট্টগ্রাম বিদ্যানিকেতন, হলি ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, অক্সফোড স্কুল এন্ড কলেজ, স্প্রাউট ইন্টারন্যাশানাল স্কুল, ব্রাইট ভিউ স্কুল, হযরত শাহ আমানত (রা.) ইনস্টিটিউট, আমিরাবাদ চেরী গ্রামার স্কুল, ট্যালেন্ট গ্রামার স্কুল, লিটল বার্ড কেজি স্কুল, অক্সফোড প্রি ক্যাডেট স্কুল, ঘাটচেক কিন্ডার গার্টেন স্কুল, সানমুন স্কুল এন্ড কলেজ, খান সাহেব আবদুল হকিম কিন্ডার গার্টেনের প্রতিনিধির হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি দেবাশীষ পাল দেবু বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর শিক্ষকরা সেই মেরুদণ্ড গড়ার কারিগর। করোনার কঠিন সময়ে আমি ব্যক্তিগত উদ্যোগে জাতির মেরুদণ্ড গড়ার কারিগরদের পাশে দাঁড়াতে চাই। মহানগরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিওভুক্ত শিক্ষকদের সহযোগিতা করতে চাই।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm