কোতোয়ালীতে জুয়ার সরঞ্জামসহ ১২ জুয়াড়ি আটক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকা থেকে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ৫০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

রোববার (২৮ মে) ভোরে ফলমণ্ডি ইঞ্জিনিয়ার কলোনির ২ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘খবর পেয়ে ফলমণ্ডির একটি কক্ষে অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে আটক করা হয়েছে।’

s alam president – mobile

আটকরা জুয়া খেলার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!