চট্টগ্রামে টাকা মেরে ঢাকায় আত্মগোপন, ১৩ বছর পর ধরা ১১ মামলার দুই আসামি

ছিলেন চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। একজনের ব্যবসা চট্টগ্রাম নগরীর কাজির দেউরির ভিআইপি টাওয়ারে, অপরজনের আসদগঞ্জে। ব্যবসায়িক কারণে বিভিন্ন ব্যাংক ও ব্যক্তির কাছ থেকে নেন কয়েক কোটি টাকা। তবে টাকা নিলেও ফেরত দেননি কাউকে। এভাবে ব্যাংক ও ব্যক্তির কয়েক কোটি টাকা নিয়ে ১৩ বছর আগে লাপাত্তা হয়ে যান দুজন। এরমধ্যে ১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ ও ১০ মামলায় হয় সাজাও। অবশেষে সেই দুই আসামিকে রাজধানী থেকে ধরে নিয়ে এসেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (৩০মে) কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ ১৩ বছর পর সোমবার দিবাগত রাতে ঢাকার অর্থ আত্মসাৎ মামলার দুই আসামিকে ঢাকার রামপুরা এলাকা থেকে আটক করা হয়।

আটক দুই আসামি হলেন নগরীর কাজির দেউরি এলাকার ভিআইপি টাওয়ারের নিউ লাকি ফেব্রিকসের স্বত্বাধিকারী মো. শওকত আলী (৪২) ও আছদগঞ্জ এলাকার এফএম ট্রেডার্সের ফারুক হোসেন ভূঁইয়া (৩৯)।

s alam president – mobile

এই বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ওই দুই ব্যক্তি ঢাকায় অবস্থান করছেন। পরে আমরা অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’

তিনি বলেন, ‘দু’জনের নামে ১টি গ্রেপ্তারি পরোয়ানাসহ ১০টি মামলায় সাজা হয়েছে।’

বিএস/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!