s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

খুলশীর মেম্বার হোটেল নোংরা পরিবেশে খাবার বানায়

অভিযানে ধরা নিউ শাহী বেকারি ও রসুইঘর

0

চট্টগ্রামের খুলশী এলাকার মেম্বার হোটেল, ফেসবুকের ফুড পেজগুলোতে বেশ জনপ্রিয়। কম দামে তাদের নানারকম ভর্তা খেতে রীতিমতো ভিড় লেগে যায়। তবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য তাদের গুণতে হলো জরিমানা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) চসিকের ভ্রাম্যমাণ আদালত নগরীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি করায় মেম্বার হোটেলসহ তিন রেস্টুরেন্টেকে ৫৫ হাজার টাকা জরিমানা করে।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে খুলশী থানার ওয়ারলেস এলাকার মেম্বার হোটেল, নিউ শাহী বেকারি এবং রসুইঘর নামে এই তিন রেস্টুরেন্টকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে মেম্বার হোটেলের বিরুদ্ধে মামলা করা হয়।

পাশাপাশি তাদের ৩০ হাজার টাকা, নিউ শাহী বেকারিকে ১৫ হাজার টাকা এবং রসুইঘর রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নির্মাণ সামগ্রী ও দোকানের মালামাল রেখে ফুটপাত দখল ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে নগরের আরও ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরএ/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm