s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

পরকালেও আল্লাহর কাছে সম্মানিত হবেন ফায়ার সার্ভিস কর্মীরা: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

0

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, ‘মানুষের বিপদের সময় ঝাঁপিয়ে পড়ায় ফায়ার সার্ভিস কর্মীদের মানুষ ভালবাসে। বিপদের মধ্যে মানুষের সেবা করায় পরকালেও আল্লাহর কাছে সম্মানিত হবেন ফায়ার সার্ভিস কর্মীরা।’

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে আগ্রাবাদ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

বিভাগীয় কমিশনার বলেন, ‘ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মানুষের জীবন সম্পদ রক্ষায় ভূমিকা রেখে যাচ্ছে। বিল্ডিং কোড মেনে ভবন তৈরী করা হলে জীবন রক্ষা সম্ভব। অনেকে ভবন করেন কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার রাস্তা রাখে না।’

সীমিত লোকবল ও যন্ত্রপাতি নিয়ে এগিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস উল্লেখ করে তিনি বলেন, ‘নৌ-দূর্ঘটনা বেশী ঘটে চট্টগ্রামে। ফলে ডুবুরির সংখ্যা বাড়ানো হবে। নতুন আবাসিক এলাকা গড়ে তোলার সময় জলাধার তৈরী করতে হবে। গ্যাস সিলিন্ডার থেকে বাঁচার জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে। অনেক সময় ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ করা হয় দেরিতে ঘটনাস্থলে পৌঁছার। এ ক্ষেত্রেও সচেতনতা দরকার। ঘটনার সাথে সাথে দ্রুত ফায়ার সার্ভিসকে জানাতে হবে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ- পরিচালক শামীম আহসান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক ওমর ফারুক সিকদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ সহকারী পরিচালক নিউটন দাশ।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm