চট্টগ্রামের খুলশীতে আট বছরের এক শিশু ধর্ষণ মামলার আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম নজির আহাম্মদ (৫২)।
রোববার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার কোতোয়ালীর দুর্গাপুরের চম্পক নগর সাতরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দুপুর ৩টার দিকে খুলশীর ভারতীয় হাইকমিশনার অফিসের বিপরীত একটি খাবার হোটেলের স্টাফ রুমে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করেন নজির আহাম্মদ। পরে তার বিরুদ্ধে ভুক্তভোগীর মা বাদি হয়ে মামলা করেন। মামলার পর কুমিল্লা পালিয়ে যান নজির।
পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় কুমিল্লা থেকে নজিরকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।
জেএস/ডিজে